ইন্দ্রজিৎ আইচ :- লেখিকা সুলগ্না চৌধুরী নিজে একজন সাইবার ক্রাইম গবেষক। দীর্ঘদিন ধরে তিনি ভারতের বাইরে থাকেন। প্রবাসী বাঙালি সুলগ্না চৌধুরীর লেখা সাইবার ক্রাইম এর ওপর ৫২৪ পাতার এক অসাধারণ বই ” ডার্ক ট্রাভার্স”।সম্প্রতি প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে। বইটি প্রকাশ করেন সংগীত শিল্পী সুজয় ভৌমিক ও গৌরব।
এক সাংবাদিক সন্মেলনে লেখিকা সুলগ্না চৌধুরী জানালেন আমাদের সকলের হাতে এখন স্মার্ট ফোন। আধুনিক যুগে এখন প্রতিদিন নানা ধরণের সাইবার ক্রাইম হয়ে চলেছে। আমাদের এখন খুব সাবধানে মোবাইল চালনা করা উচিত। এক্ষেত্রে আরো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমার এই বই লেখা।
তিন বছর ধরে এই বইটা লিখেছি। ২০১২ সাল থেকে সাইবার ক্রাইম নিয়ে নানা টেকনিক্যাল দিক নিয়ে গবেষণা করছি। ইংলিশে এই বইটা লিখেছি। এটা বাংলায়ও অনুবাদ হবে। গল্পের ছলে পুরো বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি।আসা করি এই বইটা পড়লে সাইবার ক্রাইম কি জিনিস ,কি ভাবে নিজেকে বাঁচিয়ে চলা যায় তার সব দিক উল্লেখ করা আছে।
সংগীত শিল্পী সুজয় ভৌমিক ও গৌরব দুজনেই সাইবার ক্রাইম এই বইয়ের খুব প্রসংশা করে। নোসন প্রেস থেকে প্রকাশিত ৫২৪ পাতার এই বইটির দাম ৫২০ টাকা।