পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘীতে কৃষকদের নিয়ে সোমবার জিএসপি ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এক শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে জিএসপি ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার অনির্বাণ রায় বলেন, মেদিনীপুরে ধান চাষ খুবই ভালো হয়। কিন্তু এখানে ধানে বহু আগাছা ও ভাইরাস লাগে। সেক্ষেত্রে কীভাবে ধানে ভাইরাসকে প্রতিরোধ করা যায়! চাষিদের জিএসপি ক্রপের ড্রোনেক্স, অটল জি, এক্রাক্স রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে হবে। এই ওষুধ স্প্রে করার দু’ঘন্টা পর কাজ করবে।
ধান গাছে মাজরা ও শোষক পোকাকে একেবারেই এই ওষুধ নির্মূল করবে। সামনের বছর জিএসপি নতুন কিছু ওষুধ নিয়ে আসবে। এই ওষুধগুলো গাছের ভেতরে গিয়ে কাজ করবে। গাছের চেহারা বদলে যাবে। ধান গাছকে পুরো সবুজ করে দেবে। গাছ সবুজ হলেই বেশি ফলন হবে।
উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার রাজকুমার বেরা, টেরিটোরি ম্যানেজার শেখ হুমায়ুন, ডিস্ট্রিবিউটার মাণিক লাল দাস প্রমুখ। ও দিনের শিবিরে কয়েকশো কৃষক হাজির ছিলেন।