Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। বামেদের আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র তমলুক ।।

বামেদের সারা ভারত কৃষকসভা ও খেতমজুর সংগঠনের ডাকে সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে অভিযান ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়।

প্রথমে নিমতৌড়িতে পথসভা করা হয়। সেই পথসভাতে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী এর পাশাপাশি ছিলেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্যান্য বাম নেতৃত্বরা।

এই পথসভা শেষে নিমতৌড়ি চৌরাস্তার মোড় থেকে বাম কর্মী সমর্থকরা মিছিল আকারে জেলাশাসক দপ্তরের মূল প্রবেশদ্বারের সামনে যেতে না যেতেই পুলিশি বাধা হয়ে দাঁড়ায় ওই মিছিলের আগে। তবে পুলিশই বাধা পেলে বাম নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা পুলিশি অবরোধকে ভেঙে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে বিক্ষোভকারীরাও অবরোধ ভাঙ্গতে ঝাঁপিয়ে পড়ে । প্রবল বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভ না সামাল দিতে পেরে জল কামান ও কাদানি গ্যাস ব্যবহার করে পুলিশ। এর ফলে ঐ বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read