প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর শাহজাহান রোডে পুরানো প্রায় ৩০০ বছরের একটি বটগাছ গোড়া উপড়ে পড়লো। মসজিদের পাঁচিল সমেত ইলেকট্রিকের পোস্ট নিয়ে উপরে গিয়ে রাস্তায় পড়ে। যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়।
বারুইপুর স্টেশনে যাওয়ার শাহজাহান রোড দিয়ে যে রাস্তাটা সেই রাস্তার পুরোটাই বন্ধ হয়ে রয়েছে। এলাকার মানুষ বলছে বনদপ্তরের খবর দেওয়া হয়েছিল এই গাছটি কাটার ব্যাপারে বনদপ্তর কোন সদ উত্তর দেয়নি বা কাটেনি। এই গাছ রাস্তায় পড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে ।
বিশেষ করে বারুইপুর স্টেশনে যাওয়ার এই পথ খুব জরুরী ।বারুইপুর স্টেশন থেকে মিলন সিনেমা হয়ে রেলগেট পর্যন্ত অটো টোটো সব সময় জ্যাম হয়ে থাকে। অটো এবং টোটো রাস্তায় দাঁড়িয়ে থাকা ফলে সাধারণ মানুষ তার জন্য এই শাহজান রোডের রাস্তাটা ব্যবহার করে স্টেশনে যাওয়ার জন্য ।কিন্তু বুধবার ভোরে প্রচন্ড বৃষ্টির ফলে সেই গাছটি উপডে রাস্তায় পড়ে। এলাকার মানুষই দা নিয়ে বটগাছের ডাল কাটতে আরম্ভ করে।