Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পুলিশের হেনস্থার প্রতিবাদে,রাস্তায় বসে অফিস করছে গ্রাম প্রধান ।।

প্রদীপ কুমার মাইতি :- পুলিশের হেনস্থার প্রতিবাদ জানাতে অবিনব পন্থা গ্রহন করলেন গ্রামপ্রধান।মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধানের এই গান্ধীগিরিতে সাড়া পড়ে গেছে এলাকায়।নজর কেড়েছে প্রশাসনেরও।


পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান প্রবল বর্ষায় গায়ে রেনকোট পরে ছাতা মাথায় রাস্তায় বসে কথা বলছেন এলাকার মানুষের সাথে।

পঞ্চায়েত প্রশাসন সূত্রের খবর, গত ৮ আগস্ট, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এলাকার মানুষের সমস্যার কথা শুনে রাতে এগরা থানায় গিয়েছিলেন। অভিযোগ, এগরা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (আই.সি) মৌসম চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কোন কথা না শুনে তাঁদের থানায় আটক করেন। পরের দিন অর্থাৎ ৯ আগস্ট দুপুর ১২ টায় আইসি তাঁদের থানা থেকে ছাড়েন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চলতি সপ্তাহে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিরা পঞ্চায়েত বয়কট করেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিরা অনুপস্থিত। তাই স্থানীয় পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আর আসেন না।

কখনও রাস্তায় বসে, আবার কখনও চা’য়ের দোকানে বসে আমজনতাকে পরিষেবা দিচ্ছেন। মানুষের সমস্যার কথা শুনছেন।

পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি জানিয়েছেন, এগরা থানার আই.সি’র দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।এরকম ঘটনা ঘটলে কোন নির্বাচিত সদস্য ও সদস্যা থানায় যেতে পারবেন না! কোন মানুষের হয়ে সুবিধা-অসুবিধার কথা বলতে পারবে না। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে কি লাভ? এগরা থানার আই.সি’র এরকম আচরণ মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানিয়েছেন, আমরা গ্রাম পঞ্চায়েতের তরফে এগরা ২ ব্লকের বিডিও কৌশিশ রায়ের কাছে লিখিত অভিযোগ করেছি। যতদিন না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, ততদিন আমরা অর্নিদিষ্ট কালের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে এগরা ২ ব্লকের বিডিও কৌশিশ রায় জানিয়েছেন, তদন্ত চলছে। বিষয়টি আমি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read