শারদীয়া নতুন উপহার পেল পাঁশকুড়ার বাসিন্দারা।পুজো মরসুমের আগে বিনোদনের জন্য পাঁশকুড়ার বাসিন্দাদের হাতে পৌরসভা তুলে দিল সুবিশাল এলাকাজুড়ে সৌন্দর্যায়ন সুসজ্জিত একটি পার্ক।
প্রায় ১০কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন পার্ক।বিদ্যাসাগর উদ্যান নামের এই পার্ক তৈরির কাজ প্রায় শেষ হতেই পুর মন্ত্রী ফিরহাদ হাকিম এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি, মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
নব নির্মিত এই পার্কে থাকছে একাধিক চমক।
পাঁশকুড়া পৌরসভা এলাকায় গ্রীন সিটির আওতায় তৈরি হচ্ছে এই পার্কটি। আট থেকে আশি সকলের বিনোদনের যোগান দিতে চলেছে এই সুবিশাল পার্কটি।
পার্কের মধ্যে থাকছে ওপেন থিয়েটার হল, ফুড প্লাজা, মেরিড সেরেমনি হল, প্রেস কর্নার, বিভিন্ন মনিষিদের মূর্তি সহ একাধিক বিশেষত্ব নিয়ে তৈরি হচ্ছে এই পার্কটি।