Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। শুভেন্দুর জেলায় কর্মীর হাতে প্রহৃত বিজেপি জেলা সভাপতি ।।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই বিজেপি সভাপতির মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মারধর করছে বিজেপির কর্মী সমর্থকেরা।

রাজ্যের শাসক দলের দাবি এটা আসলে নব্য বনাম পুরানো,শুভেন্দু অধিকারী ঘনিষ্ট বনাম বিরোধী শিবিরের লড়াই।সেই লড়াইতে এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছোগ্রাম এলাকায় চায়ের দোকানে বিজেপির গোষ্ঠীকোন্দলের ভয়ংকর ছবি চাক্ষুষ করলো সাধারন মানুষ ।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জী, জেলা সাধারণ সম্পাদক জিমুত কান্তি মাইতি, জেলা সম্পাদিকা স্বাগতা মান্না, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামানিক সহ জেলা বিজেপি নেতৃত্বের ওপর আকস্মিক হামলা চালান্য,শারিরীক নিগ্রহ, মারধরের অভিযোগ উঠলো দলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে।

তমলুক সাংগঠনিক জেলার ক্ষমতাসীনরা এই ঘটনার জন্যে গত বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিমের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি ও ঘাটাল জেলা যুব মোর্চার অবজারভার প্রতীক পাখিরা সহ বিজেপির একাংশ এর বিরুদ্ধে এই অভিযোগ করেছে। বিজেপির জেলা সভাপতির দাবি তাঁদের মাথায় পিস্তল ঠেকিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।


পাঁশকুড়া থানার মেচগ্রাম এলাকায় বিধানসভার সাংগঠনিক বৈঠক সেরে ফেরার পথে একটি চায়ের দোকানে এই হামলা, মারধর চালানোর অভিযোগ। আহত জেলা সভাপতি সহ নেতৃত্বরা। ঘটনায় প্রবল চাঞ্চল্য বিজেপির অন্দরে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read