প্রদীপ কুমার মাইতি :- একাধিক দাবিকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন প্রদান বিজেপির।
শুক্রবার বিকেলে এগরা ২ ব্লক বিজেপির নেতৃত্বে এই ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা, সাধারণ সম্পাদিকা মমতা মাইতি, সহ-সভাপতি রাধাগোবিন্দ দাস, জেলা কমিটির সদস্য সুকুমার রায়, দুই মন্ডল সভাপতি দেবকুমার জানা ও দেবব্রত আচার্য ও এগরা -২ ব্লক বিজেপির যুবমোর্চার সভাপতি অমলেশ পাহাড়ী সহ অন্যান্যরা।
মূলত আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত প্রকল্প গুলি স্বচ্ছ ও সঠিকভাবে রূপায়ণ, কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত প্রকল্প গুলি ব্যয় সংক্রান্ত তথ্য জনসম্মুখে আনা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন এই ডেপুটেশন প্রদান করা হয় বলে বিজেপি সূত্রে জানা গেছে।
কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি ঘাসফুল শিবির। এগরা ২ ব্লক তৃণমূলের সম্পাদক রাজকুমার দুয়ারী জানিয়েছেন, এসব করে কোন লাভ হবে না বিজেপির। এখন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলের প্রশংসা করছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে দিয়ে আমাদের ভয় দেখিয়ে বিজেপি কিছু করতে পারবে না।
এ দিনের ডেপুটেশনে বিজেপির সমস্ত দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এগরা ২ ব্লকের বিডিও কৌশিষ রায়।