পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় চার ছাত্রীকে লক্ষ্য করে তরল সামগ্রী ছোঁড়ার অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে।এই তরল সামগ্রী অ্যাসিড হতে পারে বলে কেউ কেউ আশংকা করছেন।এই কান্ডে জড়িত দুই যুবককে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
শুক্রবার স্কুলের টিফিন পিরিয়ড চলার সময় পাঁশকুড়া গার্লস হাই স্কুলের চারজন ছাত্রীর ওপর তরল জাতীয় পদার্থ ছুড়ে মারে স্থানীয় দুজন যুবক, প্রত্যক্ষদর্শীরা জানান ওই দুই যুবক লস্যি খাওয়ার সময় কিছু লস্যি ছাত্রীদের গায়ে ছুড়ে মারে,ধৃত ২ যুবক বলেন, ক্লাস রুম থেকে ক্লাস সেভেনের ছাত্রীরা ভ্যাংগচানোর ফলেই রাগবশত ওই লস্যি তাদের গায়ে ছুড়ে মারে, আতঙ্কিত ছাত্রীরা অসুস্থ বোধ করলে তাদের তৎক্ষণাৎ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সঙ্গে যান স্কুলের শিক্ষিকারাও, স্কুলের প্রধান শিক্ষিকা জানান ওই চারজন ছাত্রীর মধ্যে দুজনের স্যাম্পেল পরীক্ষা করতে অ্যাসিডের হালকা স্যাম্পল পাওয়া যায়, এখন ছাত্রীদের অবস্থা স্থিতিশীল, প্রত্যেককেই তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।ইতিমধ্যে দুই যুবককে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।