ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভায় কাঁথি পূর্ব মণ্ডলে শনিবার চোর ধরো জেলে ভরো মিছিল অনুষ্ঠিত হয়।
মহিষাগোট অঞ্চলে হাতিবেড়িয়া স্টপেজ থেকে মহিষাগোট বাজার পরিক্রমা করে মহিষাগোট স্ট্যান্ডে পথ সভা অনুষ্ঠিত হয়।
চোর ধরো জেলে ভরো মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, দক্ষিন কাঁথি বিধানসভা বিধায়ক অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল,জেলা নেতৃত্ব অসীম মিশ্র, প্রদীপ পয়ড়্যা, ধীরেন্দ্র নাথ পাত্র, বিক্রম মাইতি, মণ্ডল সভাপতি উমেশ প্রধান, সহ চারটি অঞ্চল সাবাজপুট, নয়াপুট, মাজিলাপুর, মইসাগোট অঞ্চলে মণ্ডল অঞ্চল নেতৃত্ব।
বক্তারা তাঁদের ভাষনে বলেন, বর্তমান এই দুর্নীতি পরায়ন তৃণমূল সরকার সাধারণ মানুষের যোগ্য পাওনা থেকে বঞ্চিত করে শোষণ করে, প্রকৃত শিক্ষার্থীদের বঞ্চিত করে, অর্থের বিনিময়ে চাকরী দিয়ে,কালোটাকা জমায়েত করে নিজেদের বিলাশ বহুল জীবন যাপন করছে,
তাই বাংলার সাধারণ মানুষকে এই সরকার থেকে সচেতন করার উদ্দেশ্যে, ও দুর্নীতি পরায়ন নেতা মন্ত্রীদের তদন্ত করে জেলে ভরা উদেশ্যে আজকের এই মিছিল ও পথ সভা।