এগরা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষণ ও দলতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চর হলো CPM। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে ৩৩ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিলো CPM। এদিন ‘চোর ধরো জেলে ভরো’ এই স্লোগানকে সামনে রেখে একটি বিশাল মিছিল করে মির্জাপুর বাজার থেকে CPM নেতাকর্মীরা ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়। এর পরে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ৩৩ দফার দাবী জানিয়ে স্মারকলিপি দেয়। পাশাপাশি CPM-র পক্ষ থেকে মির্জাপুর বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। CPM নেতৃত্বের দাবী অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এবিষয়ে তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেতৃত্বে ছিলেন CPM নেতা তপন প্রধান, আমিয় দাস, রঞ্জন মান্না প্রমূখ ।