এক কলেজ পড়ুয়ার সাথে স্ত্রীকে অসংলগ্ন অবস্থায় পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলো স্বামী ।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের।
সুতাহাটা থানার বাসিন্দা অর্পিতা সামন্তের সাথে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে নন্দকুমার থানা এলাকার বাসিন্দা শেখ মনিরুলের।উল্লেখ্য অর্পিতা সামন্তর পূর্বেও একটি বিবাহ হয়েছিল,বিবাহ বিচ্ছেদের পরে বাপের বাড়ি সুতাহাটাতে থাকতে শুরু করে অর্পিতা।তার পূর্বের একটি সন্তানও রয়েছে।
সব জেনে সাত বছর আগে অর্পিতা সামন্তকে বিয়ে করে শেখ মনিরুল।সেই সুত্র ধরেই এই কলেজ পড়ুয়ার সাথে অর্পিতার পরিচয় হয় বলে জানা গেছে।অভিযোগ এই যুবকের সাথে বিবাহ বর্হিভুত সম্পর্কে জড়ায় অর্পিতা।
সেই কথা অর্পিতা অস্বীকার করলে শেখ মনিরুল স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করে। গত শনিবার অর্পিতা বাপের বাড়ি চলে যায়, তার স্বামী বারবার আসার জন্য অনুরোধ করলে সে জানে মঙ্গলবার বাড়ি ফিরবে। সন্দেহ হয় শেখ মনিরুলের, নজর রাখতে শুরু করে স্ত্রী এর উপর এবং সোমবার হাতেনাতে ধরে ফেলে। ধরার পরে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে স্ত্রীকে থানায় নিয়ে আসে এবং পুলিশের হেফাজতে তুলে দেয়।