ইন্দ্রজিৎ আইচ :- আজ থেকে বাইপাসের ধারে আই টি সি রয়াল বেঙ্গল হোটেলে শুরু হলো তিন দিনের ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ
অব ইন্ডিয়ার ৫০ তম জাতীয় সম্মেলন।
এক সাংবাদিক সম্মেলনে অনিল কুমার দুবে জানালেন এ বছর এই সম্মেলনের মূল ভাবনা সি এস সুশাসন ও সমৃদ্ধি। ১৯৭২ সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ভি ভি গিরির হাত ধরে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়ে ছিলো।
আর তখন থেকেই এই সংস্থা সুনাম ও সুদক্ষ কার্য পরিচালন বিধির প্রতি ন্যায্য বিচার করে আসছে।
এই সংস্থার আরো এক সি এস মনীশ গুপ্তা জানান এই বছর ৫০ তম সন্মেলনে ৩ দিনের হাইব্রিড
কনভেনশনটি আগামী বছর গুলোতে দেশের শাসন কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে কোম্পানি সচিবদের দৃষ্টান্ত মূলক ভূমিকা গ্রহণ করাকেই তাদের মূল উদ্দেশ্য রূপে নির্বাচিত করেছে।
আর এক সি এস দেবেন্দ্র ভি দেশপান্ডে জানালেন উদীয়মান প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এটি নিয়ন্ত্রক, শিক্ষাবিদ, শিল্প নেতা, পেশাদার এবং অন্যান্য স্টক হোল্ডারদের মধ্যে পারস্পরিক আদান প্রদান এর লক্ষে এই মঞ্চ ব্যাবহার করা হবে।
আশীষ মোহন জানালেন এই ৩ দিনের সম্মেলনে আরো কিছু নির্বাচিত বিষয়বস্তু নিয়ে
আলোচনা করা হবে যা আগামী দিনে খুবই উজ্জ্বল।
থাকবে সেমিনার।
আলোচনার বিষয় হলো নিম্নরূপ আইন ও বিচার বিভাগীয় সংস্কার শাসন ও স্থায়িত্ব কে পুনরুজ্জীবিত করা বিষয়ে জোর দেওয়া।