প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানা অন্তর্গত নবগ্রাম এলাকা থেকে ৬জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার রাতে।
পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে বারুইপুর থানায় একটি খবর আসে, নবগ্রাম এলাকায় অচেনা কিছু লোক ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় এসআই রনি সরকারের নেতৃত্বে একটি টিম নবগ্রামে যায় এবং সন্দেহ জনক ভাবে ৬ জন লোকে ধরে তাদের জিজ্ঞাসাবাদ করায় অসংলগ্ন কথাবার্তা বলে। তখন তাদের আটক করে
আটক করার পর তাদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র পাওয়া যায়। পুলিশ মনে করছে এই দলটি নবগ্রাম এলাকার ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ডাকাতি করার আগেই বারুইপুর থানা পুলিশ এদের গ্রেফতার করে।
এদের নাম কাবুল সরদার বাড়ি বারুইপুর থানা সাউথ গড়িয়া। সন্টু মীর বাড়ির শংকরপুর মিরপুর এলাকায় বারুইপুর থানা অন্তর্গত। জাকির উদ্দিন বারুইপুর থানার অন্তর্গত মিরপুর খাঁপাড়া এলাকায় বাড়ি। মোজাম্মেল মন্ডল বারুইপুর থানার অন্তর্গত কুমোররাট এলাকায় বাড়ি। মইদুল গাজী, বাড়ি দেউলিয়া উস্তি থানা এলাকা। এদের বিরুদ্ধে আগে বারুইপুর থানায় একাধিক কেস আছে এদেরকে শনিবার থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।