Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাঁথি মডেল ইনস্টিটিউশনের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস ।।

আজ সকালে কাঁথি মডেল ইনস্টিটিউশনের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর।বিদ্যালয়ের রূপকার আচার্য গজেন্দ্রনাথ গুচ্ছাইত, নন্দলাল মুখোপাধ্যায় এবং স্থপতিবৃন্দের স্মারক বেদীতে মাল্যদানের পর ১৪০টি স্মারক মোমবাতি জ্বালানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থ বিদ‍্যা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ‍্যায়ী এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিষেক সিনহা। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বিদ্যালয়ে নবাগত ছাত্রদের নবীন বরণের মাধ্যমে চন্দনের তিলক, গোলাপ ফুল এবং স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিগত দিনে সাবাজপুট সম্বোধী শিক্ষাতীর্থের সঙ্গে কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্রদের টোয়াইনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির ছাত্রদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রীনিবাস জানা, শিক্ষিকা সোমা সিনহা, সুজন দাস প্রমুখ।অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর কর। মাউথ অরগ‍্যান বাজিয়ে শোনায় ছাত্র আর্য মিশ্র মণ্ডল। সংগীত পরিবেশন করে অঙ্কিত জানা, স্নেহাল পণ্ডা ও অভিরূপ মন্ডল। আবৃত্তি পরিবেশন করে ঋদ্ধিক প্রামাণিক,সাগ্নিক দাস প্রমুখ। প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু মাইতি, গৌতম রায়, সুস্মিত মিশ্র প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শিক্ষক প্রমথেশ মণ্ডল। এরপর দ্বিপ্রাহরিক প্রীতিভোজে প্রাথমিক এবং মাধ‍্যমিক-উচ্চ মাধ‍্যমিক বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং প্রাক্তনীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় বিদ্যালয় ভবন আলোক-মালায় সুসজ্জিত করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read