Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। এগরার দুবদা বেসিন এলাকার নিকাশী খালগুলি সংস্কারের দাবিতে ডেপুটেশান ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার দুবদা বেসিন এলাকার স্থায়ী বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যা সমাধানে দুবদা বেসিন এর অন্তর্গত ছত্রি,কুঁদি,বালিঘাই-সাতমাইল,কুলটিকরী, ওড়িশা কোস্ট ক্যানেল (ও.সি.সি.) প্রভৃতি খাল অবিলম্বে সংস্কার, বিভিন্ন স্থানে লকগেট, কংক্রীটের ব্রীজ নির্মাণ সহ বেসিনের পূর্ণাঙ্গ রূপায়ণের কতগুলি দাবিতে আজ এগরার মহকুমা সেচ দপ্তরের এসডিও মাসুদ হাসানের কাছে এগরা মহকুমা বন্যা – ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা- ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউ , সনাতন গিরি প্রমুখ।

মহকুমা সেচ আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অতিসত্বর নিকাশী খালগুলি সংস্কার করে বন্যা প্রতিরোধ ও জলনিকাশীর সুষ্ঠু রূপায়ণে পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read