Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সম্মান জনক বেতনের দাবিতে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ।।

সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজ রামলীলা ময়দানে বাংলার বঞ্চিত অবহেলিত সম্পদ কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে জমায়েত হয়ে নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করে অগ্রসর হয় ।

২৫ হাজার ২৪০ জন গ্রামীন সম্পদ সংগঠনের রাজ্য সভাপতি ইলিয়াস আলম জানালেন আমরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ১৫-১৬ অর্থবর্ষে সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত হলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদেরকে পতঙ্গ বাহির রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত করেছেন প্রতি মাসে৫২৫০ টাকা,দিন প্রতি ১৭৫ টাকা যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চালাতে অনুপ যুক্ত ।

সংগঠনের সম্পাদক অমিত সরকার জানান দিদি গত লোকসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন আফটার ইলেকশন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন ভড়প দের কিন্তু দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হলেও এখনো কোনো সিস্টেমের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইনি তাই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি।

সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিডিয়া পার্সন লক্ষী কান্ত দত্ত জানালেন দিদির দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আমরা অবহেলিত বঞ্চিত বাংলার ২৫ হাজার ২৪০ জন গ্রামীণ সম্পদ কর্মী ৬২ বছর পর্যন্ত কর্মসংস্থান স্থায়ী করণের দাবিতে , পাশাপাশি সম্মানজনক মাসিক বেতনের দাবিতে, নিয়মিত সরকারি সমস্ত প্রকল্পে সামাজিক নিরীক্ষা চালু করার দাবিতে আন্দোলনের সামিল হয়েছি ।

সংগঠনের চেয়ারম্যান সুজাউদ্দিন আহমেদ জানালেন আমরা নির্দিষ্ট কয়েকটি দাবি সরকারের কাছে রেখেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে।

উপস্থিত ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হরিসাধন রুইদাস বলেন এ লড়াই অন্যহীনের মুখে অন্য সংস্থানের লড়াই , পেটে ভাত যোগাড়ের লড়াই , খেয়ে পরে বেঁচে থাকার লড়াই , তাই আমরা সবাই বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকল ভড়প রা সমবেত হয়েছি।

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক প্রসেনজিৎ ঘাটা জানালেন সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বাংলার ভড়প রা বঞ্চিত আছে। ৩৬৫ দিন কাজ একেবারেই অসম্ভব আমরা দাবি জানাচ্ছি প্রতি সপ্তাহে একদিন করে ছুটি আমাদেরকে প্রদান করতে হবে ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read