কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে সমিতির চারটি জেলায় শাখা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস যথাযথভাবে পালিত।
মূল কেন্দ্রীয় অফিসে সমিতির নিজস্ব বিদ্যালয়, শিক্ষা সহায়তা কেন্দ্র ও বহুমুখী কৃত্ত্যালি কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন শিক্ষক-শিক্ষিকা, প্রদীপ প্রজ্জলন ও সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সাধারণ সম্পাদক স্বপন পন্ডা তার বক্তব্যে শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সাথে সাথে মূল্যবোধের শিক্ষাকে জোর দেন। ১০ টি বিদ্যালয় কে তাদের কাজের স্বীকৃতির জন্য সম্মাননা প্রদান করা হয়। সেই সকল শিক্ষক শিক্ষিকাকেও সম্মানিত করা হয় ।
এছাড়া একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিষ য়: ” *বর্তমানে শিক্ষকতা পেশার মান কি নিম্নমুখী”* শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত বিষয়ে এর উপর আলোকপাত করেন।
বিদ্যালয়ের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শ্রীমণ্ড করা হয়। সাধারণ সম্পাদক সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির শিক্ষা বিভাগ।