প্রদীপ কুমার মাইতি :- উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই কাঁথি সাংগঠনিক জেলায় নতুন ব্লক ও শহর কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন আগে কমিটি নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেও কমিটির নাম এতদিন ঘোষণা করা হচ্ছিল না। তৃণমূলের অন্দরমহলে উৎকন্ঠা ছিল প্রবল। তবে বড় ধরনের কোন রদবদল না করেই নতুন সভাপতিদের নাম ঘোষণা করল প্রদেশ তৃণমূল। এদিন সংগঠনের সভাপতি এবং সহ-সভাপতিদের নামও ঘোষণা করা হয়। ঘোষিত হয়েছে ব্লক তৃণমূলের সহ-সভাপতিদের নামও। কাঁথি সাংগঠনিক জেলার এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি পদে কোন বদল হয়নি। এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ’র উপর আস্থা রাখল শাসকদল। পুরনো মুখে ভরসা রেখেছে দল। এ দিন এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ জানিয়েছেন, দল আমার উপর আস্থা রেখেছে। লক্ষ্য সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি আগামী তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে এগরা ১ ব্লকে তৃণমূল কেমন ফল করে সেটাই দেখার।