গতকাল সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপিত হল কাঁথি মডেল ইনস্টিটিউশনে। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মনোজ কুমার ভূঞ্যা এবং প্রমথেশ মন্ডল ও শিক্ষাকর্মী কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি। ছাত্ররা পুষ্পস্তবক ও স্মারক উপহার দিয়ে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করে। সেই সঙ্গে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে স্নেহাল পণ্ডা, সাগ্নিক দাস এবং শিক্ষক সুজন দাস। ভায়োলিনে রবীন্দ্র সংগীতের সুর পরিবেশন করে ছাত্র প্রীতি সুন্দর ধাড়া, আবৃত্তি পরিবেশন করে উৎসাহ দাস। উপস্থিত অতিথিবর্গ এবং শিক্ষক রাজকুমার রানা দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল ছাত্র সোহম পাত্র ,সাত্যকি শীট,অর্চন পণ্ডা, আকাশ মাইতি এবং অভিনন্দন পাল।