মহাসমারোহে সোমবার দেশের অন্যান্য প্রান্তের সাথে কাঁথি লায়ন্স ক্লাবেও উদযাপন হল শিক্ষক দিবস।
পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা ।বিশিষ্ট্যদের মধ্যে ছিলেন জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র।
আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স ও দেশের প্রয়াত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের দুই প্রতিষ্ঠাতা সদস্য হরিপদ বায়েন ও বারিদ বরন মন্ডল।
ক্লাবের কোষাধ্যক্ষ অশোক সাহু জানিয়েছেন তাঁদের ক্লাবের সকল শিক্ষক-শিক্ষিকা সদস্যদের এদিন সম্বর্ধিত করা হয় ।একই সাথে প্রাক্তন শিক্ষক সুকুমার মিদ্যা এবং প্রাক্তন অধ্যাপক হৃশিকেষ পয়ড়্যাকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের অবজার্ভেন্স কমিটির চেয়ারম্যান অশোক নন্দ
Author: ekhansangbad
Post Views: ৭৯