অঙ্কিতা ঘোষ
– বৌমা, ও বৌমা। কই গেলে গো? বলছি পুজোর তো আর একমাসও নেই। পুজোর ডায়েটটা শুরু করতে হবে তো নাকি?
– এই শাশুড়িমা তাই তো। কেজি দশেক কমাতেই হবে। পুজোর সময় কত সুন্দর সুন্দর ছেলে দেখা যায় জানো শাশুড়িমা। তার মধ্যে আমার ক্রাশও থাকে।
– এই বৌমা। এবার আমি আর তুমি একসাথে বেরোবো পুজোয়। তুমি কিন্তু ধুপধাপ করে ক্রাশ খেয়ে যাবে না।
– না না। আগে তোমায় বলব। তুমি দেখবে ঠিকঠাক কিনা। তারপর ক্রাশ খাব।
– লক্ষ্মী বৌমা। কিন্তু এই পঁচিশ ছাব্বিশটা দিন একটু কঠোর ডায়েটে থাকতে হবে।
– হ্যাঁ শাশুড়িমা বেশী তেলতেলে রান্না খাওয়া যাবে না কিন্তু। নিজেদের একটু মেইনটেইন করতে হবে।
– বৌমা, সকালে সব্জি সেদ্ধ, আর একটা টম্যাটো খাব।
– হ্যাঁ শাশুড়িমা। দুপুরে স্রেফ ওটস্ এর খিচুড়ি আর টকদই। এক কাপ গ্রিন টি আর দুটো লেড়ো বিস্কুট।
– ইয়ে বৌমা, বলছি বিকেলে গ্রিণ টি এর সাথে একটা আলুর চপ কি কনসিডার করা যায়?
– শাশুড়িমা, তুমি কি চাও না পুজোয় সবাই তোমায় দেখে ক্রাশ খায়?
– নিশ্চয়ই। নিশ্চয়ই চাই।
– তাহলে গ্রিণ টি এর সাথে দুটো লেরো বিস্কুট আর রাতে দুটো রুটি আর তেল ছাড়া সব্জি। মনে থাকবে শাশুড়িমা?
– মনে থাকবে, বৌমা। আমরা আজ থেকেই শুরু করছি তো?
– আজ নয় শাশুড়িমা, বলো এক্ষুণি। এই মুহুর্ত থেকে। আমরা হব পুজোর সেরা সুন্দরী। আজ দুপুরে আমরা ওটসের খিচুড়ি খাব। আমি বানাতে যাচ্ছি।
– ইয়ে বৌমা। আজ তো পাতুরি বানিয়েছি। পাতুরির সাথে ওটসের খিচুড়িটা কি ঠিক…
– পাতুরি? ইয়ে শাশুড়িমা তাহলে এক হাড়ি ভাত বসাই। গরমে ভাতের দুটো পাতুরি…আহা! ডায়েট কাল থেকে হবে।
– ফ্রিজে চিংড়ি আছে। কাল মালাইকারি হবে গো বৌমা।
– মালাইকারি না করে ডাবচিংড়ি করা যায় না শাশুড়িমা?
– করাই যায়। কিন্তু বৌমা, ডায়েটটা?
– আমি একটা জিনিস ভাবলাম শাশুড়িমা। ডায়েট তো আমরা করতেই পারি। কোনো ব্যাপারই না। কিন্তু মুশকিলটা হল তোমার ছেলেকে নিয়ে। আমি বেশী সুন্দরী হয়ে গেলে, আমার ক্রাশের আমায় পছন্দ হবে। তখন তো আমি তোমায় ছেলেকে ডিভোর্স দিয়ে দেব। তোমরা ছেলে তখন হাউমাউ করে কাঁদবে। তখন তোমার হবে জ্বালা গো শাশুড়িমা। আমি তোমার কষ্ট সহ্য করতে পারব না। তাই ডায়েটটা থাক। বেশী সুন্দরী হয়ে কাজ নেই।
– হ্যাঁ গো বৌমা। আমার সেই পঁয়ত্রিশ বছরের পুরোনো ক্রাশের যদি হঠাৎ আমায় ভালো লেগে যায়। তখন তোমার শ্বশুরকে ডিভোর্স দিতে হবে। তোমার শ্বশুর তারপর একা একা থাকবে আর মিষ্টি খাবে। একেই সুগারের পেশেন্ট। বাগে আনা যাবে না। থাক ডায়েট করে দরকার নেই। ভাতটা বসিয়ে দিই। পাতুরি দিয়ে জমিয়ে খাব।
সৌজন্যে প্রতিলিপি