চিকিৎসার গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাঁচরোলের ঘটনা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফুল রানী মান্ডি,(৬০)। তাঁর বাড়ি এগরা থানার পাঁচরোল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফুলো রানী মান্ডি নিজের বাড়িতে হটাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপরে তাঁর বাড়ির লোক জনেরা পাঁচরোলের গ্রামীণ চিকিৎসক (ফার্মাসিস্ট ) স্নেহাশিস মহাপাত্রের কাছে নিয়ে যায়।
অভিযোগ ওই গ্রামীণ চিকিৎসক কার্যত ভুল ওষুধ দিয়েছে বলে মৃতের পরিবারের দাবী। তড়ি ঘড়ি তাকে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।