Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নিও গ্রুপ নিয়ে আসছে নতুন দু ধরনের ইনভেস্টমেন্ট ।।

ইন্দ্রজিৎ আইচ :- নিও গ্রুপ বিভিন্ন ইনভেস্টমেন্ট এ নানা দিগন্ত সৃষ্টি করেছে এই মুহূর্তে। আজ ললিত গ্রেটিষ্টান হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই নিও গ্রুপের অন্যতম পার্টনার নীতিন জৈন জানালেন গত ২০২১ সালের ৭ অক্টোবর আমাদের এই নিও কোম্পানির যাত্রা শুরু হয়েছিলো। সেটা এক বছর পূর্ণ হতে চলেছে। এবার আমরা নিয়ে আসছি দু রকমের ইনভেস্টমেন্ট প্লেনিং।

একটা ওয়েলথ ম্যানেজমেন্ট অর্থাৎ স্থাবর সম্পত্তি এবং দ্বিতীয় টি হলো এসেট ম্যানেজমেন্ট অর্থাৎ অস্থাবর সম্পত্তি। আমাদের এই কোম্পানি ভারতবর্ষের যে কোন ব্যাংকের সাথে যোগাযোগ রয়েছে। যদি কারোর যে কোন কারণে টাকার দরকার পড়ে অর্থাৎ (গাড়ি, বাড়ি, উৎসব, স্বাস্থ্য, শিক্ষা এমন কি পার্সোনাল লোন) সে ক্ষেত্রে আমরা যে কোন ব্যাংক থেকে লোন পাইয়ে দেবো খুব কম সুদে,মডগেজ এর ব্যাবস্থা থাকবে এ ক্ষেত্রে।

যে লোন নেবে তার কে আছেন, কি তার প্রপাটি, লোন শোধ এর জন্য কে নমিনি হবে ইত্যাদি নানা দিক খতিয়ে দেখে খুব সহজে আমরা যে কোন ক্ষেত্রে যে কোন রাজ্যে এই লোন পাইয়ে দেবো। এমন কি যদি কেউ কোন ব্যক্তি তার টাকা কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে বন্ড কিনতে চায়, টাকা ইনভেস্ট করতে চায় সব রকম সাহায্য আমরা করতে পারবো। এই নিও গ্রুপের আর এক পার্টনার হেমন্ত দাগা জানালেন আমাদের আরো দুজন পার্টনার আছেন। তারা হলেন বরুণ বাজপেয়ী ও শ্রীকান্ত। এই চারজন মিলে নিও গ্রুপ চালাই। সম্পূর্ণ সেবী র আওতায় এই গ্রুপ চলে।

নিও কা দুনিয়া বা নিও ওয়াল্ড বলে আমাদের নিজস্ব সাইডে গেলে আমাদের বিষয় সব জানতে পারবেন। এক কথায় আমরা ব্যাংক এবং গ্রাহকদের সাথে মিডিল ম‍্যান হিসাবে কাজ করি। অর্থাৎ কনসালটেনসি হিসাবে কাজ করে থাকি। আমাদের লক্ষ একটাই মানুষকে সঠিক ভাবে লোন পাইয়ে দেওয়া, ইনভেস্টমেন্ট থেকে টাকার সঠিক সুরক্ষার ব্যাবস্থা করে দেওয়া। নিও গ্রুপ এই ভাবে দায়িত্বের সাথে কাজ করে চলেছে ও করে যাবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read