পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ মাদক পাচার কাণ্ডে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ।
দীর্ঘদিন ধরে এগরা সহ বিভিন্ন এলাকা মাদক চক্রের প্রকোপ বাড়ছিল। পুলিশ মাদক পাচার চক্রের হৃদিশ পেতে যথেষ্ট বেগ পেত হচ্ছিল। মাদক পাচারকারীদের ধরতে পুলিশ সাদা পোশাকের বিরুদ্ধে দিনে রাতে অভিযান চালায়।
বুধবার গভীর রাতে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সীমান্ত সংলগ্ন এলাকার এগরার আলংগিরি বাসস্ট্যাণ্ডে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেখানেই ব্যাগ ভর্তি গাঁজা সহ এক যুবককে পাকাড়াও করে। তার ব্যাগ ভিতর থেকে ১০ কোজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ধৃত যুবকের নাম সেক রফিকুল।তার বাড়ি তমলুকের নিমতৌড়ির সোনামুই গ্রামে।
Author: ekhansangbad
Post Views: ৫১