Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। বিডিও সক্রিয়ঃ গোপনে অনুষ্ঠিত নাবালিকার বিয়ে রুখলেন ।।

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোপনে নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে জানতে পেরে ব্যাবস্থা নিলেন বিডিও।মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার নাটশাল- ১ গ্রামপঞ্চায়েতের চাঁদপাত্র গ্রামের সন্দীপচাঁদ পাত্রের সাথে সাউথ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের প্রভাস দাসের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়। নাবালিকার সাথে বিয়ের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে মহিষাদল থানার গোপালপুরে ছেলের মামা বাড়িতে গুটি কয়েক লোকজন নিয়ে মামা বাড়ির হরি মন্দিরের সামনে পুরোহিতের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। হোম যজ্ঞ শুরু হয়েছে। এমন সময় মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, জয়েন্ট বিডিও বনমালী হালদার সহ কয়েকজন হাজির হয়। বিডিও মেয়ের জন্মের কাগজ পত্র দেখতে চায়। কাগজপত্র দেখে জানতে পারা যায় মেয়েটি নাবালিকা ( ০৪/০৮/০৫ জন্ম তারিখ)। এর পরেই বিয়ে অনুষ্ঠান থেকে পাত্র ও নাবালিকা পাত্রী, পাত্রের মামা, মামি, পুরহিত, পাত্রের বন্ধু সহ কয়েকজনকে মহিষাদল থানায় নিয়ে এসে আটক করা হয়।

নাবালিকার বিয়ে রাজ্যের প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। সরকারিভাবে বাল্যবিবাহ বন্ধ করার প্রচার চালানোর পরেও গোপনে, সরকারের নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে চলেছে।

দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির ভাবনা চিন্তা করা হবে বলে জানান মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read