Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বারুইপুরে উদ্বোধন হলো গোদরেজ ইন্টারিও এর নতুন শোরুম ।।

ইন্দ্রজিৎ আইচ:-সামনেই বাঙালির সব থেকে বড় পার্বন দুর্গা উৎসব। এই সময় প্রায় সকলেই চায় নতুন কিছু কিনি। কেউ ঘর সাজায়, কেউ আসবাব কেনে কেউ বা ইন্টারিয়ার ডেকোরেশন করেন। পুজোর আগেই বারুইপুরের মানুষদের জন্য সুখবর।

বারুইপুরে খুলে গেলো আজ থেকে গোদরেজ ইন্টারিও এর নতুন ঝা চকচকে শোরুম। ৭০০০ হাজার স্কোয়ার ফুটের এই শোরুম এর উদ্বোধন করেন টলিউড এর অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

উপস্থিত ছিলেন এই শোরুমের কর্ণধার শ্রেয়ান ঝুনঝুনওয়ালা, প্রমোধ
ঝুনঝুনওয়ালা, গোদরেজ ইন্টারিও সেলস পূর্ব ভারতের প্রধান সায়ন দে, গোদরেজ ইন্টারিও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহেতা এবং গোদ্রেজ ইন্টারিও এর ন্যাশনাল হেড
অভিক মুখোপাধ্যায়।

আজ এক সাংবাদিক সম্মেলনে জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ বলেন আমাদের সকলের খুব প্রিয় কোম্পানি গোদরেজ। আমাদের বাড়িতে যে আলমারি আছে সেটাও গোদরেজ এর। খুব মোজবুত ও টেকসই। আমাদের যত দরকারি কাগজ থেকে টাকা, গয়না এমন কি আমার ব্যার্থ সাটিফিকেট সব ওই আলমারি তে রাখা আছে। আমার ঠাকুমা মা এর পর আমি তিন জেনারেশন ব্যবহার করছি।


এখন গোদরেজ এর অনেক নতুন নতুন ফার্নিচার এসেছে। নিত্য নতুন ডিজাইন, বিভিন্ন কালার এমন কি ইন্টারিয়ার ডেকোরেশন এর ও সুবন্দবস্ত
আছে। আমার নতুন ফ্লাটে ও এই আসবাব আছে।

এই নতুন শোরুম এর কর্ণধার শ্রেয়ান ঝুনঝুনওয়ালা বলেন বারুইপুর খুব পরিচিত জায়গা, যেখানে বহু মানুষের বসবাস। তারা ফার্নিচার কিনতে কলকাতায় আসেন বা
নতুন বাড়ি বা ফ্লাট করে বা কিনে সঠিক ইন্টারিয়ার পান না, কোথায় কোনটা রাখবেন ঠিক করতে পারেন না। সেটা আমরাই করে দেবো।

গোদরেজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহেতা বলেন পুজো উপলক্ষে গোদরেজ ইন্টারিও ফার্নিচার ও কিচেন এর ওপর নানা অফার দিচ্ছে। আমাদের খাট,
চেয়ার টেবিল, ডাইনিং টেবিলে থেকে বিভিন্ন প্রকারের আলমারি ও সোফা এমন কি নানান সাইজের নানান মাপের আরো নতুন মডেলের সুন্দর ডিজাইনের ফার্নিচার এসেছে।


যা আপনাদের সকলের নজর কারবে এইটুকু বলতে পারি। আমরা সবসময় সঠিক মান ও সঠিক দাম এ বিশ্বাস করি। গোদরেজ ভারতবর্ষের একটি ব্র্যান্ড নেম। আমাদের কোয়ালিটি ও সুলভ মুল্য সবসময় বজায় রাখি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read