Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মমতা আসার আগে হলদিয়া জুড়ে অভিষেকের জয়ধ্বনি ।।

উৎসব মরসুমের আর মাত্র কয়েকটা দিন বাকী ।তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলের আরো দুটি কারখানার শ্রমিকদের বেতন চুক্তি সম্পন্ন হওয়ায় খুশীর হাওয়া।কয়েক বছর ধরে আটকে থাকা বেতন চুক্তি সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় তাই শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীকে সাধূবাদ জানিয়েছেন।

বেশ কয়েকদিন আলোচনার পর আজ ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং হলদিয়া পেট্রকার্বন এন্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের বেতন চুক্তিপত্র স্বাক্ষরিত হলো ।

উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জোতির্ময় কর, অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থংকর সেনগুপ্ত ,ডিস্ট্রিক্ট লেবার কমিশনার শ্যামল রায়চৌধুরী, শ্রমিক সংগঠনের শিবনাথ সরকার,দুটি কোম্পানীর আধিকারীক এবং শ্রমিক কর্মচারীরা ।

জানা গেছে ইন্দোরামা কারখানাতে শ্রমিকদের চার বছরের জন্য বেতন চুক্তিতে সর্বমোট ৫৫০০ টাকা বেড়েছে। এর ফলে কারখানায় প্রায় ৮৫০ শ্রমিকের মুখে হাসি ফুটেছে ।তাঁরা জানিয়েছেন প্রায় দেড় বছর ধরে এই বেতন সংক্রান্ত চুক্তি আটকে ছিল।ফলে সংসারের নিত্যদিনের চাহিদা মেটাতে সমস্যা হচ্ছিলো। তার জট আজ খোলায় স্বাভাবিক কারনেই খূশী সকলে। আরেকটি কোম্পানি হলদিয়া পেট্রোল কার্বন কারখানার ৩০০ শ্রমিকের বেতন সংক্রান্ত চুক্তি সম্পন্ন হল। তাদের তিন বছরের চুক্তিতে ৩০০০-৪০০০-৪২০০ টাকা এই ভাবে বৃদ্ধি পেয়েছে।এখাকার শ্রমিকেরাও খুশী।

প্রসঙ্গত আগামী ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আসার আগে দুটি কারখানার চুক্তি সম্পন্ন হওয়ায় প্রশাসনিক মহলেও স্বস্তির হাওয়া

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read