Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বিজেপির নবান্ন অভিযানঃমঙ্গলাহাটের ব্যাবসায়ীদের ক্ষোভ চরমে ।।

শাসক দলের অরাজকতা-দুর্নীতির বিরুদ্ধে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচীকে ঘিরে মঙ্গলাহাটের ব্যাবসায়ী মহলে ক্ষোভ চরম আকার ধারন করেছে।পূজার মুখে হাওড়ায় বিজেপির নবান্ন অভিযান তাঁদের বড়সড় ব্যাবসায়িক ক্ষতির মুখে ঠেলে দেবে বলেও তাঁরা আশংকা করছেন।


নবান্ন অভিযানের মূল তিনটি মিছিলের একটি মিছিল রওনা হবে হাওড়া ময়দান থেকে। ওই মিছিলের নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ময়দান থেকে মিছিল যাওয়ায় মঙ্গলাহাট ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


ব্যাবসায়ীদের তরফে বলা হচ্ছে পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। সবে জমে উঠতে শুরু করেছে মঙ্গলাহাটের বেচাকেনা। পুজোর আগে শেষ তিনটি হাটের প্রথম হাট পড়েছে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। আর সেদিনই নবান্ন অভিযানের দিন ধার্য্য হয়েছে। ফলে ব্যাপক ক্ষতির আশংকা করছেন তাঁরা।


ব্যাবসায়ী মহলে বাড়তে থাকা ক্ষোভ সম্পর্কে ওয়াকিবহাল বিজেপিও। দলের হাওড়া জেলা সদর সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, হাটের অসুবিধা না করেই আমরা আমাদের কর্মসূচি পালন করব। হাটের ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ একটা দিন আমাদের সহযোগিতা সাহায্য করুন। হাটের ব্যবসায়ী বা সাধারণ মানুষের অসুবিধা হোক এটা আমরা চাইব না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read