Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। এবার ব্রিটেনেও ব্যাংক নোট বদল ।।

এবার নোট বদল হচ্ছে ব্রিটেনে।৭০ বছর পর সে দেশেও হতে চলেছে কারেন্সি অর্থাৎ ব‌্যাংক নোট বদল। দেশের আইন অনুযায়ী নোট বদল হচ্ছে বলে সংবাদ সুত্রে জানা গেছে।তবে শুধু নোট নয় একই সাথে দেশের পতাকা এবং জাতীয় সংগীতের বদল ঘটতে চলেছে।পতাকাও !

বৃহস্পতিবার বিকেলে স্কটিশ বালমোরাল প‌্যালেসে ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই পালাবদলের গল্পেরও শুরু। 

সে দেশের আইন অনুযায়ী বদলাতে হবে দেশের কারেন্সি অর্থাৎ ব‌্যাংক নোট। রানির ছবি-সহ যত নোট রয়েছে বাজারে তা পালটে ফেলতে হবে। দ‌্য ব‌্যাংক অফ ইংল‌্যান্ড জানিয়েছে, যাঁদের কাছে রানির ছবি-সহ যত কারেন্সি রয়েছে তা জমা দিয়ে বদলি নোট পেতে পারবেন নোটের মালিকরা। প্রায় আট হাজার কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের কমপক্ষে ৪৫০ কোটি এমন নোট বাজারে রয়েছে যেখানে রয়েছে রানির ছবি। যার সবক’টিকেই নষ্ট করে ফেলতে হবে নিয়ম অনুযায়ী।

এলিজাবেথের মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গেই দবলের প্রস্তুতি শুরু হয়ে গেছ। ‘গড সেভ দ‌্য কুইন’– গত সাত দশক ধরে এটাই ছিল ইংল‌্যান্ডের জাতীয় সংগীত। এবার থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে রাজাকে সুরক্ষিত রাখার জন‌্য – কিং চার্লস থ্রি। ফলে দেশের বদলে যাবে দেশের জাতীয় সংগীতের ভাষাও– গড সেভ দ‌্য কিং।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read