রাজ্য বিজেপির নবান্ন চলো কর্মসূচিকে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী,উনি ভয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। শনিবার বিকেলে খেজুরির হেঁড়িয়ায় বিজেপির নবান্ন চলো অভিযানের প্রস্তুতি সভা থেকে এই দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার বিকেলে সভার সকালে খেজুরির তল্লা থেকে হেঁড়িয়া পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন ১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান কর্মসূচি। তার আগে থেকেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। তবে মেদিনীপুরের লোক আবার মেদিনীপুরের ভূমিপুত্রদেরকেই বিশ্বাস করেন। কোনও ফুপুকে বিশ্বাস করে না।
এর পরেই আক্রমনের ঝাঁজ আরো বাড়িয়ে বলেন নিমতৌড়িতে যেদিন প্রশাসনিক মিটিং করবেন মুখ্যমন্ত্রী, ওইদিন কলকাতায় আমি সাংবাদিক সম্মেলন করব। সেখানে মুখ্যমন্ত্রী এবং ভাইপো ও তাঁর ঘনিষ্ঠরা শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাতে যেসব আর্থিক বেনিয়ম করেছেন, তার তথ্য পরিসংখ্যান তুলে ধরব।