ইউক্রেনের বুকে রুশ সেনাবাহিনীর হামলার ছ’মাস পেরিয়ে গিয়েছে।এরই মধ্যে খারকভ পুনরুদ্ধারে মরণপণ লড়াই শুরু করেছে ইউক্রেনীয় ফৌজ। আর দখল করে নিয়েছে সেখানকার ইজিউম শহরটি। ওই শহরটিই ছিল রুশ সেনাবাহিনীর রসদ মজুত করার অন্যতম প্রধান ঘাঁটি।
সামরিক অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহর হাতছাড়া হওয়া আগামী দিনে ডনবাস অঞ্চলে মোতায়েন রুশ বাহিনী অস্ত্র এবং রসদের ঘাটতির মুখে পড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, খারকভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অঞ্চলটির প্রায় ৩০টি জনবহুল এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভের বাহিনী।রুশ সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, পুতিনের নির্দেশে ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ মজবুত করতে ইউক্রেনের অন্য অঞ্চলগুলি থেকে সেনা সরিয়ে আনা হচ্ছে সেখানে।
Author: ekhansangbad
Post Views: ৫৬