আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে নন্দীগ্রামকে পাখীর চোখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই লক্ষ্য পুরনে কোন বাধাই যে তিনি শুনতে রাজী নন,জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা নন্দীগ্রামের তৃনমূল নেতা সেক সুফিয়ানকে ভরা সভায় প্রকাশ্যে ধমকে বুঝিয়ে দিলেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মংগলবার পশ্চিম মেফিনীপুরের খড়্গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ প্রসঙ্গত কয়েক মাস আগে সভাধিপতি দেবব্রত দাস প্রয়াত হওয়ায় সেই আসন ফাঁকা ছিলো।
খড়্গপুরের বৈঠকেই তৃণমূলনেত্রী নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামে বিশেষ ভাবে জোর দিতে হবে। ২০২৪ এ ভালো ফল করতে হবে। ময়দানে থাকতে হবে তোমাদের।
সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে সেক সুফিয়ান । সুত্রের থেকে জানা গেছে দলের সাংগঠনিক পদাধিকারি নিয়োগ নিয়ে বলতে গিয়ে সুফিয়ান বলেন নন্দীগ্রামে দলের অনেকে বিদ্রোহ করেছেন৷ জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ও সব আমি পড়ে দেখে নেবো৷এর পরেই নন্দীগ্রামের এই নেতাকে মমতা বলেন,ভোটে তুমি কি করেছ আমি জানি।
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান৷এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷যদিও নন্দীগ্রামে ভোট গণনায় গরমিলের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাও বিচারাধীন রয়েছে৷