Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। দিঘার মুকুটে নতুন পালক মেরিন ড্রাইভ,পর্যটকদের জন্যে খুলে দেবেন মমতা ।।

দিঘার মুকুটে নতুন পালক মেরিন ড্রাইভ,পর্যটকদের জন্যে খুলে দেবেন মমতা

বঙ্গোপসাগরের বিশাল জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে দেখতে গাড়িতে চড়ে অনেকখানি পথ পাড়ি দেওয়ার আনন্দ এবার নিতে পারবেন পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর জেলার তিন সৈকত শহর দিঘা থেকে শংকরপুর হয়ে মান্দারমণি। পর্যটকদের জন্য নতুন এই সমুদ্র পথ৷ মেরিন ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাজ্যের পর্যটন শিল্পের মানচিত্রের মুকুটে জুড়ে যাবে নতুন পালক । পুর্ব মেদিনীপুরের জেলাশাসক ভবনের কনফারেন্স হল থেকে উদ্বোধন করবেন মমতা।

২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই সৈকত শহর দিঘাকে পর্যটকদের কাছে আরো আকর্ষনিয় করে তুলতে একের পর এক প্রকল্প গ্রহন করেছেন মমতা। সেই পরিকল্পনার অংগ একসঙ্গে যাতে দিঘা, শংকরপুর, মান্দারমণি, তাজপুরের মতো পর্যটন ক্ষেত্রগুলিতে পৌঁছে যাওয়া যায়৷ সেই লক্ষ্যেই মেরিন ড্রাইভের পরিকল্পনা 

২০১৫ সালে দিঘা থেকে কাঁথি পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা। নাম দিয়েছিলেন ‘সৈকত সরণি’। তা বানাতে ৭০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য।

সমুদ্র বাঁধের উপর দিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়। শঙ্করপুর থেকে তাজপুর এবং মন্দারমণি থেকে শৌলা পর্যন্ত সৈকত সরণি

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read