মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এর আগে পাঁশকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা একাধিক ফ্লেক্সে কালো কালি ছেটায় কেউ বা কারা।
আজ বুধবার রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিম মেদিনীপুর থেকে সড়ক পথে আসবেন পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে। সেখানে প্রশাসনিক কর্মসূচী রয়েছে দুপুর ১ টায়।
তিনি যে পথে মেদিনীপুর থেকে নিমতৌড়িতে যাবেন অর্থাৎ ৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোডের সেই পথে বিভিন্ন জায়গায় মূখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন তৃণমূল নেতার নামাঙ্কিত ফ্লেক্স মূখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রাস্তার দুধারে টাঙানো রয়েছে।
একইভাবে পাঁশকুড়াতেও ৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোডের পাশে পাঁশকুড়ার তৃণমূল নেতৃত্বের নামাঙ্কিত পোষ্টার টাঙানো রয়েছে মূখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় থেকে।
তবে রাতেই কেউ বা কারা পাঁশকুড়ার মেচগ্রাম এলাকায় মূখ্যমন্ত্রীর ছবিতে কালো রং এর প্রলেপ লাগালো। তবে কে বা কারা দিয়েছে তা জানা যায়নি।পাঁশকুড়া থানার পুলিশ কি পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। তবে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পাঁশকুড়া এলাকায়।