Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। সুপ্রীম কোর্টে বিরাট জয় সৌরভ গাঙ্গুলীর ।।

কয়েকদিনের জল্পনার অবিসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বিরাট স্বস্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের। আরও প্রায় ৩ বছর বোর্ডর শীর্ষপদে থাকতে পারবেন সৌরভরা।

বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে। ফলে আরও প্রায় ৩ বছর বোর্ডর শীর্ষপদে থাকতে পারবেন সৌরভরা।


লোধা কমিশনের নিয়ম ছিল, রাজ্য সংস্থা বা বিসিসিআইয়ে কেউ টানা ছ’বছর কোনও পদে থাকলে তাঁকে ৩ বছরের জন্য বাধ্যতামূলক ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হবে। সেই নিয়ম অনুযায়ী বছর দুই আগেই শেষ হয়েছে বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকাল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read