সুবল মান্নার চাপ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে নবান্ন থেকে প্রশাসনিক আধিকারীকদের সাথে বৈঠকেও পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্নেন্দু মাঝিকে কাঁথি পৌরসভা উপর নজরদারি চালাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী ।এবার কাঁথি ১ ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষকে নজরদারি চালাতে বললেন মুখ্যমন্ত্রী।
নির্বাচনের পর চার পাঁচ মাস কেটে গেছে।কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে পৌরসভার সবচেয়ে প্রবীন কাউন্সিলার সুবল মান্নাকে বসিয়েছে তৃনমূল।তারপরেও পৌর পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ আছে কাঁথির বাসিন্দাদের মধ্যে।এলাকাবাসীর অভিযোগ উন্নয়নের পরিবর্তে অনুন্নয়ন,গোষ্ঠীবাজি নিয়েই বেশী ব্যাস্ত পৌর প্রশাসন।অভিযোগ উঠছে দুর্নীতিরও।শহরের বহু এলাকায় নয়নজলি দখল করে কাউন্সিলার ও চেয়ারম্যানের মদতে গুমটি বসার অভিযোগ উঠেছে।সুত্রের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এসেছে সবই।ফলে বারবার কাঁথি পৌরসভা নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি ।
পৌরসভার পাশাপাশি সমবায় ব্যাঙ্ক ও সমিতি গুলি নিয়েও এদিন তমলুকের প্রশাসনিক সভা থেকে বিডিওকে নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।