ইন্দ্রজিৎ আইচ:-এই প্রথম সু ইন স্টাইল ও কোলাহল থিয়েটার ওয়ার্কশপ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউ টাউন ফেয়ার ফিল্ড ম্যারিয়েট হোটেলে অটিস্টিক ও ডাউন সিনড্রোম চাইল্ড দের দারুন এক ফ্যাশন শো।
আজ এই শো তে ১৭ জন কিশোর কিশোরী অংশ নেয়। সকলের বয়স ১২ থেকে ১৮ র মধ্যে। এক সাংবাদিক সম্মেলনে কোলাহল থিয়েটার এর প্রধান, বিখ্যাত অভিনেতা নাইজেল আকারা বলেন এই প্রথম এই রকম উদ্যোগ নিলাম এই শিশুদের জন্য।
এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ” চুপ চাপ চারলে “। এরা খুব প্রতিভাবান। কিন্তু সুযোগ পায় না, কেউ ভালো গান করে, কেউ ভালো অভিনয় করে কেউ বা আবৃত্তি করে। এরা সকলেই কলকাতার।আমরা দীর্ঘ ৬ মাস ধরে তাদের ট্রেনিং দিয়েছি। বিভিন্ন মঞ্চে সুযোগ দিয়েছি।
এটা আমাদের পঞ্চম বছর।আগামী জানুয়ারি মাসে আমরা তাদের দিয়ে নাটক মঞ্চস্থ করতে চলেছি। আমি ও জহর দাস এই নাটকটা পরিচালনা করছি।
আজ ২৩ জন বিভিন্ন জগতের সেলেব রা উপস্থিত ছিলেন ও তাদের হাত ধরে নতুন পোশাক পড়ে শিশুরা মঞ্চে হাটলো।পুজোর নতুন পোশাক পেলো এই শিশুরা। ছিলেন অভিনেতা নাইজেল, ওম, অভিনেত্রী মিমি, সায়ন্তনী গুহ ঠাকুরতা, দেবলীনা কুমার, সৌমিলি বিশ্বাস, নৃত্য শিল্পী ড: অনন্যা ভৌমিক মিত্র, কলকাতা পুলিশের সহ পুলিশ কমিশনার অলক সান্যাল , চিত্র পরিচালক রাজর্ষী দে, অরিত্র মুখার্জী সহ আরো অনেকে।সব মিলিয়ে জমে উঠেছিলো এইদিনের সন্ধ্যা।