অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া ।বৃহস্পতিবার বালিঘাই জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গনে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার সম্পাদক আশীষ ধাওয়া জানিয়েছেন আমরা স্থানীয় এলাকার বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল দিয়েছি। সেই সঙ্গে কয়েকশো অসহায় ও দুস্থ মানুষদের মশারিও বিলি করা হয়। পাশাপাশি রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির করা হয়। এদিন প্রায় বিভিন্ন এলাকার ৩০০ জন রক্তদান করেন।
এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের তিনটি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। পাশাপাশি মানুষের শান্তি কামনায় বিশ্ব শান্তি যোজ্ঞের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবী করেছেন আয়োজক সংস্থার সম্পাদক আশীষ ধাওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী স্বরাজ খাঁড়া ও রাজকুমার দুয়ারী, রাজকুমার মান্না প্রমূখ।