রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উত্তেজনা চরমে।ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচন কে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃনমূল ও প্রধান বিরোধীদল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘাতের জেরেই ছড়িয়েছে উত্তেজনা।
ভেকুটিয়া সমবায় সমিতির পরিচালন কমিটির ১২ আসনে ভোটগ্রহণ দশটা থেকে শুরু হয়েছে। কিন্তু এইদিন তার পূর্বে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। শুরু তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনা স্থলে নন্দীগ্রাম থানার পুলিশ।
তৃণমূলের অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে উত্তেজনার সৃষ্টি করছে গোটা এলাকায়, অন্য দিকে বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ ছুঁড়ে দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তবে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে যাতে এলাকায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।