Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। এবারে বারুইপুর দূর্গা পূজা মন্ডপ হচ্ছে বুর্জ খালিফা ।।

প্রদীপ কুমার সিংহ :- এবারে বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো মণ্ডপের থিম বুর্জ খালিফা। এই পূজা কমিটির সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় এ বছর বুর্জ খালিফা অনুকরণে এই মন্ডপটি তৈরি হচ্ছে ।জানিয়েছেন কলকাতায় কোন একটি পূজা মন্ডপে এই পূজো মণ্ডপটি তৈরি হয়েছিল ।সেখানে সাধারণ দর্শকরা পূজো মণ্ডপটি দেখতে পাইনি। তার জন্যই বারুইপুরে এই মণ্ডপটি তৈরি করছে যাতে সাধারণ মানুষ দেখতে পায়।



৭২ তম বছরে পদার্পণ করল এই দুর্গাপূজা। এই মন্ডপটি তৈরি করছে পূর্ব মেদিনীপুরে একটি ডেকোরেটর। প্রায় সাড়ে তিন মাস ধরে এই মন্ডপ টির তৈরি কাজ চলচ্ছে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছুদিন বন্ধ ছিল মন্ডপ তৈরীর কাজ।

আবার আকাশে রোদ্দুর থাকায় জোর কদমে শুরু হয়েছে এই মন্ডপের কাজ এখন। কাঠের বাটাম কাঠের প্লাই দড়ি ৩ প্রবৃত্তি জিনিস দিয়ে এই মন্ডপটি তৈরি হচ্ছে। মন্ডপের ভেতরে পুরোটাই ছোট ছোট কাঁচ দিয়ে তৈরি হচ্ছে ।চন্দননগরের লাইটের অনুকরণে এখানে আলোকসজ্জিত হবে। এবছর পূজোর বাজেট ৩০ লক্ষ টাকা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read