Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। এগরায় কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাসন প্রকল্পের শিলান্যাস ।।

প্রদীপ মাইতি:-এগরাতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাসন প্রকল্পের শিলান্যাস করা হয়। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আলিপুরে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ৩০ লক্ষ্য টাকা ব্যায়ে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাসন প্রকাল্পের উদ্বোধন করা হয়।

এদিন আলিপুরে প্রকল্পের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন এই প্রকল্পে স্থানীয় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করে নিদিষ্ট স্থানে ফেলা হবে। তারপর সেখান থেকে জৈবিক সার, জৈব গ্যাস তৈরী হবে।
সেইসঙ্গে গ্রামীণ এলাকার মানুষদের আর্থ – সামাজিক উন্নয়ন ঘটবে।

এগরা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য প্রভুপদ দাস জানিয়েছেন ভারত সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গে রূপায়ণ করা হচ্ছে, এটা খুবই ভালো প্রকল্প জঞ্জাল মুক্ত হবে, পরিবেশ দূষণ হবে না। কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সার ব্যবহার করবো। বহু বছর ধরে জমিতে চাষ করা হবে।

পাশাপাশি এখন থেকে উৎপাদিত আয় পঞ্চায়েতের উন্নয়নের কাজে লাগবে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, BDO সুমন ঘোষ, সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস প্রমূখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read