ব্যাপক ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণপূর্ব প্রান্ত। রবিবার সকালে ৬.৮ ম্যাগনিটিউডের কম্পন অনুভূত হয় সেদেশে। যথেষ্ট জনবহুল এলাকায় ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।
তাইওয়ানে শনিবার রাতে প্রথম বার কম্পন অনুভূত হয়। আবহাওয়া দফতর জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। রবিবার সকালে আবার কেঁপে ওঠে তাইওয়ান। এ বার কম্পনের মাত্রা ছিল ৬.৮। শেষ কম্পন অনুভূত হয় দুপুরে। কম্পনের মাত্রা ছিল ৭.২।
ভূমিকম্পের সময়ে তোলা একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাইওয়ানে নিযুক্ত এক মার্কিন সাংবাদিকের তোলা সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে আলোগুলি বিপজ্জনক ভাবে দুলছে। উইল রিপলি নামে ওই সাংবাদিক তাইপেই শহর থেকে ভিডিওটি টুইট করেছেন। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ভূমিকম্পের উৎসস্থল তাইতুং থেকে দু’শো মাইল দূরে এই রকম ভাবে কম্পন অনুভূত হচ্ছে।
২৪ ঘণ্টায় তৃতীয় বার। ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানে ঘন ঘন ভূমিকম্পের জেরে জাপানে সুনামি সতর্কতা জারি হয়েছে।