Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে পুতিনকে আমন্ত্রন করলোনা ব্রিটেন ।।

ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন নিয়ে প্রথম থেকেই মস্কোর বিরোধিতা করে এসেছে ব্রিটেন। যার জেরে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের তাল কেটেছে। দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও সেই ধারা বজায় থাকলো।

সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য সম্পন্ন করা হয়। রানিকে শেষশ্রদ্ধা জানাতে লন্ডনে শামিল হয়েছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা।

বিবিসি সূত্রে খবর, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় ২ হাজার মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা রানির শেষকৃত্যে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে জীবনাবসান হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। বয়স হয়েছিল ৯৬। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন রানি।

দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা ছাড়াও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেন,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যরা।

তবে ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার রাস্ট্রপতি পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি।রাশিয়ার পাশাপাশি বেলারুশ, মায়ানমারের কোনও রাষ্ট্রনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read