পুজোর মুখে হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। পরে আরও একটি ইঞ্জিন পৌঁছয়। এর পর একে একে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছয় সেখানে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। পাশাপাশি সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল।
ওই ব্যাগের দোকানের আশপাশে আরও দোকান রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৮২