ইন্দ্রজিৎ আইচ:-সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। ঠিক তার আগেই হাজরার মনোহর পুকুর রোড ও শরদ বোস রোডের ক্রসিং এ খুলে গেলো নতুন জামা কাপড়ের দোকান
” সেল্ফ স্টোরি “।
এই দোকানের উদ্বোধন করলেন বাংলাদেশ এর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। ছিলেন সায়ন্তনী গুহঠাকুরতা, বিভিন্ন মডেল ও এই সেল্ফ স্টোরি র দুই কর্ণধার সুমিত ঘোষ চৌধুরী ও শান্তনু গুহঠাকুরতা।
প্রদীপ জ্বালিয়ে এই দোকানের শুভ সূচনা করে বিবি রাসেল বলেন কলকাতা আমার খুব প্রিয় জায়গা, ফ্যাশন জগতের প্রতিটা মানুষ আমার বিশেষ পরিচিত। এই সেল্ফ স্টোরি র যাত্রা শুভ হোক এই কামনা করি।
সেল্ফ স্টোরি র দুই মালিক এক সাংবাদিক সন্মেলনে জানালেন আমাদের
এই দোকান মাত্র ২০০ স্কোয়ার ফুটের। কিন্তু এখানে পাবেন কাঁথা শাড়ি, কলংকারী শাড়ি, গুজরাটি কাঁথা ও সিল্ক, সালোয়ার সুট থেকে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। বিহার,গুজরাট থেকে বোলপুর, পুরুলিয়া, শান্তিপুর ও ফুলিয়া সহ নানা জায়গায় জামা কাপড় পাওয়া যাবে পুরুষ ও মহিলাদের।
১০০০ থেকে ২৫০০০ হাজার বিভিন্ন দামের ও ডিজাইনের জামা কাপড় পাওয়া যাবে। সেল্ফ স্টোরি খোলা থাকবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।