পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকে একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ।এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ , কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র বেজ মহাশয়, কাঁথি তিন পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অশোক প্রধান, কাঁথি তিন পঞ্চায়েত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ শরিফা বেগম, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত এর প্রধান স্বপন কুমার বাগ, কুমিরদা গ্রাম পঞ্চায়েত এর প্রধান শিবানী খিলা প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৯৪