Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পথবাতি দুর্নীতি কান্ডে সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ট যুবককে গ্রেফতার করলো পুলিশ ।।

পুজার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীর চাপ বাড়লো ।ভরত প্রধান নামে এক যুবককে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ।জানা গেছে কাঁথি পৌরসভার পথবাতি কান্ডে এই যুবককে গ্রেফতার করেছে ।

অভিযুক্ত ভরত প্রধানকে ১৪ দিন নিজেদের হেফাজতে চেয়ে আপিল করেছে কাঁথি থানার পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত ভরত প্রধানকে বাড়ি থেকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ।

ধৃত ভরত প্রধানের বাড়ী কাঁথি থানার কনকপুর গ্রামে। আজ ধৃতকে কাঁথি আদালতে পেশ করে পুলিশ। গ্রেফতার ভরত প্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী আত্মসহায়ক হিসেবে পরিচিত। আগেই পথবাতি কাণ্ডে দুর্নীতি মামলায় কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে গ্রেফতার করেছিল। অভিযুক্ত ইঞ্জিনিয়ার এখনো জেল হাজতে রয়েছে।

এই গ্রেফতারের পর রীতি মতন অনেকটাই অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতার পরিবার। তাহলে কি এবার গ্রেফতার হবেন সৌমেন্দু অধিকারী সেই প্রশ্ন ঘুরছে সারা কাঁথি শহর জুড়ে ।

গ্রেফতার ভারত প্রধান কে ? সূত্র মারফত জানাগেছে সৌমেন্দু অধিকারী দু’বার পুরপ্রধান থাকাকালীন আত্মসহায়ক হিসেবে কাজ করতো ভারত প্রধান ? কাঁথির ভূমি রেজিস্ট্রি অফিসের মোহরার কাজ করতো ! এছাড়াও জমি কেনা বেচার সঙ্গে যুক্ত ছিল ।

সুত্রের থেকে জানা গেছে পথবাতি টেণ্ডারের সময় হাজির ছিল ভরত প্রধান ।আরো জানা গেছে পথবাতি ২৫ লক্ষ টাকা নিয়ে নিজের নামে জমি কিনেছিলেন। ভরত প্রধানের নামে কাঁথি শহরে একাধিক এলাকায় ১০০ ডেসিমেলের বেশি জমির রয়েছে বলে এমনটাই তদন্তে উঠে এসেছে বলেও সুত্রের দাবি। কিভাবে এত সম্পত্তি করলেন ভরত প্রধান সবদিক খতিয়ে দেখছে তদন্তকারীরা

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read