Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

EXCLUSIVE ।। স্টল দুর্নীতি কান্ডে নোটিস পেয়ে পলাতক শুভেন্দু অধিকারী ঘনিষ্ট প্রাক্তন কাউন্সিলার ।।

কাঁথি পৌরসভায় চেয়ারম্যান থাকাকালীন একাধিক দুর্নীতি কান্ডের জেরে জেরবার রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌম্যেন্দু অধিকারী।একই ভাবে জেরবার তাঁর ও তাঁর পরিবারের ঘনিষ্টরাও।এবার সেই তালিকায় যুক্ত হল কাঁথি পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার জাভেদ আখতার।রাঙমাটি শ্মশান সংলগ্ন জমিতে স্টল নির্মাণ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়ালো তৃনমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাওয়া এই প্রাক্তন কাউন্সিলারের নাম ।


রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সৌম্যেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন  রাঙমাটি শ্মশান সংলগ্ন জমিতে স্টল নির্মাণ নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার  সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা উচ্চ আদালত। সেই মামলাতেই স্বাক্ষী হিসাবে জাভেদ আখতারকে ডেকে ছিলো কাঁথি থানা ।পুলিশের নোটিশ পাওয়ার পর থেকে কাঁথি পৌরসভার প্রাক্তন এই কাউন্সিলার পলাতক বলে সুত্রের দাবি।


কাঁথি পৌরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯  জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে সতীনাথ দাস অধিকারী জামিন পেলেও দীলিপ বেরা সংশোধনাগার থেকে ছাড়া পায়নি।সেই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতেই স্বাক্ষ্য গ্রহন করতে গত ১৮ আগষ্ট জাভেদ আখতারকে নোটিশ দেয় পুলিশ ।কাঁথির মানুষেরা জানিয়েছেন শুধু সৌম্যেন্দু অধিকারী নয়,শুভেন্দু অধিকারী সহ পুরো অধিকারী পরিবারের ঘনিষ্ট ছিলেন জাভেদ আখতার।গত বিধানসভা নির্বাচনের আগে কাঁথির দারুয়ায় শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়েছিলেন তিনি ।



কাঁথি থানার পুলিশ সুত্রে জানা গেছে ২০ আগষ্ট স্বাক্ষ্য গ্রহনের জন্যে তাঁকে ডেকে পাঠানো হয় ।পরিবারের লোকেরা নোটিশ না নেওয়ায় বাড়ীর গেটে চিটিয়ে দেওয়া হয় নোটিশ।সেই নোটিশ পাওয়ার পর থেকেই জাভেদ আখতার পলাতক বলে সুত্রের দাবি।সুত্রের থেকে আরো জানা গেছে জাভেদ আখতারের খোঁজে পুলিশ ইতিমধ্যে কলকাতায় তাঁর ফ্ল্যাটে এবং উড়িষ্যায় তাঁর শ্বশুর বাড়িতে গিয়েও সন্ধান পায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read