প্রদীপ কুমার সিংহ:- বারইপুর থানার অন্তর্গত কুমোরহাট অঞ্চলের অটোচালক প্রেমিককে খুন করার অভিযোগের তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত প্রেমিকা ও তার স্বামীকে গ্রেপ্তার করল।
অভিযুক্তদের নাম রাজু মীর ও তৃষা রায় মঙ্গলবার তাদের বারইপুর থানার পক্ষ থেকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তার বাবা আয়ুব আলি গাজী বলেন, গত ২২ জুন বাড়ি থেকে অটো নিয়ে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়িতে জানিয়েছিল নরেন্দ্রপুরে যাচ্ছে। ২৩ জুন সকাল ১০টায় খবর পাই বারুইপুর মহকুমা হাসপাতালে ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জানা যায় ছেলে বারুইপুরের সুবুদ্ধিপুরে অরুপ ভদ্র সরনীর কাছে নর্দমায় পড়ে ছিল। এরপর ছেলেকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৪ জুন মারা যায় সে।
আয়ুব আলি গাজীর অভিযোগ, ছেলের সঙ্গে বারুইপুরের সুবুদ্ধিপুরের এক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হয়েছিল। সেই মেয়ে ও তার পরিবার, ওই মেয়ের সাথী মিলে আমার ছেলেকে খুন করে নর্দমায় ফেলে দিয়েছিল। আমরা অভিযুক্তদের কড়া শাস্তি চাই।
এদিকে, পুলিশ জানিয়েছে আলফিকার দীর্ঘদিন ধরে চাইছিল তার স্বামী রাজু মীরকে সরিয়ে দিতে। ঘটনার দিন ২২ জুন রাজু মীরকে আলফিকার ফোন করে ডেকে আনে। সেই কথামত সুবুদ্ধিপুরে যায় রাজু মীর। রাতে দুজনের সঙ্গে ব্যপক বচসা বাঁধে।
সেই সময় রাজু মীর আলফিকারের মাথায় আঘাত করে। এর জেরেই রক্তক্ষরনে মৃত্যু হয় আলফিকারের। যদিও আলফিকারকে বারুইপুর থানার পুলিশ বারইপুর স্টেশন এলাকার কলপুকুর কাছ থেকে তুলে বারুইপুর হাসপাতালে নিয়ে গিয়ে ছিল।